প্রযুক্তি

ভিভো ভি৪০ লাইট আসছে দেশের বাজারে

ভিভো ভি৪০ আল্ট্রা স্লিম ডিজাইনে এআই অরা লাইট পোর্ট্রেট নিয়ে আসছে ভিভো ভি৪০ লাইট। ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জদেবে স্টাইলিশ ভিভো ভি৪০ লাইট নভেম্বরের শুরুতেই আসছে । ভি সিরিজের নতুন এই স্মার্টফোনে থাকছে স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী পারফরমেন্সের সমন্বয়। মিডরেঞ্জের স্মার্টফোনে মিলবে হাই ডেফিনেশন লুক এমনটাই জানিয়েছে ভিভো।স্মার্টফোনটির ওজন হবে মাত্র ১৮৮ গ্রাম। স্মার্টফোনটির ব্যাকসাইডের ক্যামেরা লেন্স ডিজাইনে রয়েছে কুশনকাট ডায়মন্ড ক্যামেরা শেইপ মডিউল যা ভিভোর সিগনেচার ডিজাইনের বাইরে এক নতুন স্টাইল অফার করছে ভিভোর নতুন এই স্মার্টফোনটি। স্মার্টফোনটিতে ৫০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে ও সাথে চার বছরের ব্যাটারি হেলথের নিশ্চয়তা। এছাড়া ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লেস্ক্রলিং ও ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে করবে আরও স্মুথ ও রিয়েলিস্টিক।

স্মার্টফোন ইমেজিংয়ের ক্ষেত্রে এআই প্রযুক্তির এখন সময়ের চাহিদা। সে বিবেচনায় ভি সিরিজের সিগনেচার অরা লাইট পোর্ট্রেটের সাথে থাকছে এআই। এছাড়া এআই ইরেজ ও এআই ফটো এনহ্যান্সমেন্টমতো ফিচার ছবি থেকে অবাঞ্ছিত উপাদান সহজেই মুছে ফেলবে ছবিকে করবে আরও স্পষ্ট।

বর্তমান ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button