অর্থনীতি
রমজান মাসে নিত্যপণ্যের যেন কোনো ঘাটতি না এজন্য আমদানির সিদ্ধান্ত
রমজান মাসে নিত্যপণ্যের মূল্যর যেন লাগামহীন ভাবে বৃদ্ধি পায়। সাধারণ ব্যবসায়ীরা পণ্য ঘাটতি থাকার অজুহাত দেন । আর তাই আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের যেন কোনো ঘাটতি না হয় এ ব্যাপারে খুব ভালো ভাবে সতর্ক আছেন সরকার।
আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের যেন কোনো ঘাটতি না হয় এজন্য চাল, ডাল, তেল ও অন্যান্য দ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন কোনোভাবেই অত্যাবশ্যকীয় পণ্যের দাম বাড়তে দেওয়া যাবে না। মানুষের যদি কষ্ট না হয় এজন্য রোজা সামনে রেখে খেজুরের আমদানি বাড়ানো হবে। আমদানি করা হবে চাল, তেল, ছোলা, ও ডালসহ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য। এসব পণ্য আমদানি করতে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।