জেলার খবর

কিশোরগঞ্জে নিত্যপণের বাজারে সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড ও পুলিশ

নীলফামারী কিশোরগঞ্জ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিত্যপণ্যের বাজারে সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড ও পুলিশসহ ২০ অক্টোবর পণ্যের মূল্য যাচাইয়ে বাজার মনিটরিং করেছেন। এসময় এক আলুর আড়ৎদারকে দাম বেশি নেয়ার অভিযোগে এক হাজার টাকা জরিমানা করেন।ক্রেতারা সহকারী কমিশনার এর উপস্থিতিতে নিত্যপণ্য ক্রয় করেন এবং ভিড় করতে থাকেন। ক্রেতারা পিঁয়াজ এক শত, আলু পঞ্চাশ টাকা দরে কিনতে পেরে পরিতৃপ্তি প্রকাশ করে। ক্রেতারা এ সময় বলেন প্রতিনিয়ত প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং করা হলে দোকানদাররা বেশি দাম নিতে পারবে না। তাই ক্রেতাদের দাবী নিয়মিত বাজার মনিটরিং যাতে করা হয়।

বাজার মনিটরিংয়ের সময় এক আলু আড়াৎদারকে দাম বেশি নেয়া ও হিসাব না রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মঈন খান এলিস এ জরিমানা করেন। নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের সময় তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে দ্রব্য বিক্রিসহ বাজার দরের তালিকা দোকানের দৃশ্যমান স্থানে টাঙ্গানোর নির্দেশ দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক জানান নিত্যপণ্যের সঠিক মূল্যে যাতে ক্রেতারা পণ্য কিনতে পারে এজন্য মনিটরিং জোরদার করা হয়েছে এবং তা চলমান থাকবে।

এমন আরো সংবাদ

Back to top button