শিক্ষা

ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ব্র্যাক ইউনিভার্সিটিতে আড়ম্বরপূর্ণ ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে ফল ২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। ১৯শে অক্টোবর মেরুল বাড্ডার পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক যাত্রা শুরু হলো।

অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক বক্তব্যের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। জাতীয় গৌরব এবং বৈশ্বিক নাগরিকত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন শিক্ষার্থীদের মমত্ববোধ থাকতে হবে দেশের প্রতি এবং সেই সাথে বিশ্বের বুকে যাতে দেশের মান বৃদ্ধি পায় সেভাবে কাজ করে যেতে হবে তাদের। প্রাণবন্ত অডিওভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের সামনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ ইতিহাস এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের দর্শন তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক, প্রফেসর মাহবুবুল আলম মজুমদার এবং প্রক্টর ড. রুবানা আহমেদ।অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ কয়েকজন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা স্মারক পাওয়া শিক্ষার্থীরা হলেন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন ২০২৪ এ স্বর্ণপদক বয়ে আনা দেশের প্রথম নারী রোরোটিকস দলের নেতৃত্ব দেয়া জান্নাতুন ফেরদৌস ফাবিন, ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামে দ্বিতীয় স্থান অর্জনকারী স্বয়ংক্রিয় উদ্ধার রোভার দলের নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান প্রমুখ।

এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্যবৃন্দ। তাদের মনোমুগ্ধকর বিভিন্ন পরিবেশনা নবীন শিক্ষার্থীদের মোহিত করেছে এবং সেই সাথে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শৈল্পিক দক্ষতা সবার সামনে তুলে ধরেছে।

এমন আরো সংবাদ

Back to top button