দেশশিক্ষা

ইএসসিবি ক্যাম্পাসে ইইডি প্রধান প্রকৌশলীর বৃক্ষরোপণ

তাওহীদ হাসানসোমবার (১ এপ্রিল ২০২৪) সকালে ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) এর প্রধান ক্যাম্পাস, গজারিয়া, মুন্সিগঞ্জে বৃক্ষরোপণ করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) এর প্রধান প্রকৌশলী এবং ইএসসিবির গভর্ণিং বডির সদস্য মো. দেলোয়ার হোসেন মজুমদার।

সরকারের বিভিন্ন প্রশিক্ষণের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান ইএসসিবিতে পরিদর্শন ও সেশন পরিচালনা করতে গেলে, প্রশিক্ষণে আসা ইইডি’র নবীন সহকারী প্রকৌশলীদের উদ্যোগে এই কার্যক্রম আয়োজন করা হয়। ইএসসিবি’র প্রধান, ‘রেক্টর’ পদে কর্মরত আছেন, বুয়েটের সাবেক অধ্যাপক, নদী বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশের খ্যাতনামা, প্রফেসর ড. এম. মনোয়ার হোসেন। তার সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে ও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ইএসসিবি।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটিতে সরকারি অনেক ধরনের প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন দপ্তরের নতুন যোগদান করা কর্মকর্তাদের বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণ পরিচালিত হয়। গজারিয়াতে ইএসসিবির পঁচিশ একরে পরিচালিত সুবিশাল মূল ক্যাম্পাসে ইইডি’র বৃক্ষরোপণ কার্যক্রমকে ইতিবাচক হিসেবে বিবেচনা করেছেন রেক্টর মহোদয়। তিনি ইইডির প্রধান প্রকৌশলীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ইইডির অব্যাহত অগ্রযাত্রায় ইএসসিবি সর্বদা পাশে থাকবে বলে জানিয়েছেন। রেক্টরের মহোদয়ের নির্দেশনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ড. তাওহীদ হাসান। এসময়ে প্রশিক্ষণরত শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button