শিক্ষাস্বাস্থ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে ওষুধ শিল্পের ভবিষ্যৎ নেতৃত্ব ও পরিবর্তন নিয়ে সেমিনার

ব্র্যাক ইউনিভার্সিটিতে ওষুধ শিল্পের ভবিষ্যৎ নেতৃত্ব ও পরিবর্তন নিয়ে সেমিনারব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ফার্মেসিতে “চেঞ্জিং ফার্মাসিউটিক্যাল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ: শেপিং ফিউচার লিডারস” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ওষুধ শিল্প, অ্যাকাডেমিক এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশের ওষুধ শিল্পের বর্তমান প্রেক্ষাপট, অগ্রগতি এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেলিম রেজা নকল ও ভেজাল ওষুধের ভয়াবহতা তুলে ধরেন। প্রফেসর ড. মো. আবদুর রশিদ পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান ফার্মাসিউটিক্যাল শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

রেনেটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস. কায়সার কবীর ওষুধ রপ্তানি বাড়াতে বায়োইকুইভেলেন্স পরীক্ষার ওপর জোর দেন। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জ্ঞানার্জনের কথা বলেন। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির আন্তর্জাতিক যৌথ গবেষণার আহ্বান জানান।

ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার ভবিষ্যৎ পেশাজীবীদের নেতৃত্ব বিকাশের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো. আকতার হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এমন আরো সংবাদ

Back to top button