নির্বাচনহাইলাইটস

উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট ২১ মে

নির্বাচন ভবন। ফাইল ছবি
নির্বাচন ভবন। ফাইল ছবি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এ ধাপে ভোটগ্রহণ করা হবে ১৬১ উপজেলায়। আজ সোমবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ৩০ তম কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম উপজেলা নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘আগামী ২১ মে দেশের ১৬১ উপজেলায় এ ভোটগ্রহরণ হবে। সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ব্যালটের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে কিছু সংখ্যক উপজেলায়।’

ইসি সচিব বলেন, ‘কমিশনের অনুমোদিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই ২৩ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়পত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। ভোট হবে ২১ মে।’

ভোটে ইভিএম ব্যবহার প্রসঙ্গে জাহাংগীর আলম বলেন, ‘পুর্বের সিদ্ধান্ত অনুযায়ী যে ৯ জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ছিল সেসব জেলার উপজেলায় ইভিএম ব্যবহার হবে। শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর,  মানিকগঞ্জ ও কক্সবাজার এই ৯ জেলার উপজেলাগুলোতে ভোটগ্রহণ ইভিএমে হবে।’

দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘যেখানে ভোটার পাঁচ লক্ষাধিক সেখানে একাধিক সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকবেন। অতিরিক্ত জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।’

ঝিনাইদাহ-১ আসনে উপনির্বাচনের তফসিল নিয়ে কমিশনে আলোচনা হয়নি জানিয়ে ইসি সচিব আরও বলেন, ‘ঈদের পরবর্তীতে এ বিষয়ে আলোচনা হবে। আমার জানামতে এ বিষয়ে কোর্টে একটি মামলা চলছে।  আগে যিনি পরাজিত প্রার্থী তিনি একটি মামলা করেছে। সেই মামলা কাগজপত্র হাতে পেলে আমরা সিদ্ধান্ত নিতে পারব।’

এমন আরো সংবাদ

Back to top button