জেলার খবর

সান্তাহারে অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান

Sagar Khanবগুড়া জেলা অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির উদ্যোগে সান্তাহার কার্যালয়ে শনিবার সকালে সমিতির সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মালিক সমিতির কোষাধ্যক্ষ এনামুল হক, সদস্য শফিউল ইসলাম, আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম, লিটন হোসেন, নুর ইসলাম টুলু প্রমুখ। আলোচনা সভা শেষে ৬ শতাধিক মালিকের মাঝে বোনাসের নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তোফাজ্জল হোসেন ভুট্টু।

এমন আরো সংবাদ

Back to top button