জেলার খবর

পীরগঞ্জ সদর ইউনিয়ন পরিদর্শন: সরকারি সেবার মান যাচাই করলেন রংপুরের ডিসি

স্বচ্ছতা ও দ্রুততায় সেবা নিশ্চিতের নির্দেশনা দিলেন জেলা প্রশাসক এনামুল আহসান

স্বচ্ছতা ও দ্রুততার সাথে কাজ করার নির্দেশনা দিলেন ডিসি এনামুল আহসানসরকারি সেবার মান যাচাই এবং স্থানীয় উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শনের জন্য আজ পীরগঞ্জ উপজেলার ৯নং সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক  মোহাম্মদ এনামুল আহসান। রংপুরে যোগদানের পর এটিই পীরগঞ্জে তাঁর প্রথম ইউনিয়ন পরিষদ পরিদর্শন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদপত্র প্রদান এবং অন্যান্য প্রশাসনিক নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। তিনি রাস্তা নির্মাণ, স্যানিটেশন প্রকল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলমান কাজ পরিদর্শন করেন এবং প্রকল্পের গুণগত মান বজায় রাখার উপর জোর দেন।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  মনোয়ার হোসেন মনু ও অন্যান্য সদস্যদের সাথে এক বৈঠকে জেলা প্রশাসক সরকারি নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করে স্বচ্ছতা ও দ্রুততার সাথে জনগণের সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসেন মনু জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, এই মূল্যবান নির্দেশনা তাদের কাজকে আরও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অনুপ্রাণিত করবে। জেলা প্রশাসকের এই আকস্মিক পরিদর্শন স্থানীয় প্রশাসনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এমন আরো সংবাদ

Back to top button