বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মিরপুর-১৩ তে ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন-এর উপস্থিতিতে ‘Let’s Run Dhaka-15’ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মাধ্যমে প্রার্থীর নেতৃত্বে দলীয় প্রধানের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, তারেক রহমান আগামীতে একটি বৈষম্যহীন ও মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চান। মিল্টনকে সামনে রেখে এই নির্বাচনী এলাকায় তারেক রহমানের এই বার্তা বাস্তবায়নে কাজ করা হবে।
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক জানান, প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনসহ সকল নেতাকর্মী ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার প্রত্যয়কে ধারণ করে কাজ করছেন। বিএনপি নেতারা মনে করেন, এই ধরনের জনসম্পৃক্ততামূলক কর্মসূচির মাধ্যমে মিল্টন তারেক রহমানের ভিশনকে তৃণমূল পর্যায়ে তুলে ধরে নির্বাচনী মাঠের প্রস্তুতি জোরদার করতে পারবেন।



