জেলার খবররাজনীতি

সান্তাহারে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

11বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ লিয়ন, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সাগর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রানা, স্বেচ্ছাসেবক দলের নেতা তুহিন চৌধুরি, মারুফ হোসেন, রজব হোসেন, শ্রী নিমাই, সোহাগ হোসেন, মামুন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ শেষ পৌর শহরের বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার করেন।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker