আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ তাঁর নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। ধানের শীষের সমর্থনে মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কবি রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি লায়ন হারুনুর রশিদ নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বলেন, “আমি আপনাদের একজন হয়েই থাকতে চাই।” তিনি স্মরণ করিয়ে দেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এর জবাব দিতেই আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সেই অপূর্ণতা পূর্ণ করার আহ্বান জানান তিনি।
তিনি জোর দিয়ে বলেন, বিএনপিই একমাত্র জনগণের দল, যারা সাধারণ মানুষের কথা ভাবে এবং তাদের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে চায়। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরেন। সবশেষে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি সবার প্রতি ধানের শীষে মূল্যবান ভোটটি নিশ্চিত করার আহ্বান জানান।



