এন্টারটেইনমেন্ট

থামছে না ‘উৎসব’ জোয়ার, ১৪ দিনই হাউসফুল শো

সিনেমাটির পোস্টার। ছবি : এক্স থেকে নেওয়া
সিনেমাটির পোস্টার। ছবি : এক্স থেকে নেওয়া

‘পরিবার নিয়ে দেখার জন্য বর্তমান সময়ে ভালো মানের একটি সিনেমা। সিনেমাটি দেখার পর দর্শকেরা ফিরে যাচ্ছেন তাদের অতীতে।’—প্রেক্ষাগৃহ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন এমন মন্তব্য। আর এই মন্তব্যগুলো এবার ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমা ঘিরে, যা দিনের পর দিন চমক দেখিয়েই যাচ্ছে।  মুক্তির দুই সপ্তাহ হয়ে গেলেও প্রেক্ষাগৃহে দর্শক ভিড় যেন কমছেই না, বরং বাড়ছে। ১৪ দিনই হাউসফুল শো উপহার দিয়েছে তানিম নূর পরিচালিত তারকাবহুল এ ছবিটি। আজ শনিবার রাজধানীর কোনো প্রেক্ষাগৃহে সিনেমাটির টিকিট নেই, আগামীকাল রবিবারের টিকিটও ইতিমধ্যে অনেক শাখায় সোল্ড আউট।

সব মিলিয়ে এখন উৎসব এর শো চলছে ৩১টি। সিনেপ্লেক্সে ২৪টি, ব্লকবাস্টার সিনেমাসে ৫টি এবং লায়নসে ২টি। এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ১ কোটি ৬৩ লাখেরও বেশি।  এবার ঈদে মুক্তি পাওয়া বাকি ৫ সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে, শুধু তাই নয় সীমিত বাজেটের এই ‘উৎসব’ যেন ইন্ডাস্ট্রি হিটের ইঙ্গিত দিচ্ছে!  দুই পেরিয়ে তৃতীয় সপ্তাহেও ‘উৎসব’ আরো অনেক বেশি ভালো যাবে বলে মনে করছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। সেইসঙ্গে জানালেন, এই সপ্তাহে ছবিটির আরো শো বাড়াচ্ছেন তারা।

তিনি বললেন, ‘উৎসব’ সিনেমাটি ক্লিক করেছে, খুবই ভালো যাচ্ছে। পরিবারকেন্দ্রিক দর্শকেরাই বেশি আসছেন ছবিটি দেখতে। এখন পর্যন্ত খুব ভালো যাচ্ছে ছবিটি, আমরা অনেক হ্যাপি। মনে হচ্ছে তৃতীয় সপ্তাহেও বেশ ভালো যাবে। তৃতীয় সপ্তাহটা ভালো গেলে এর পরের সপ্তাহগুলোও ভালো যাবে বলেই আমাদের মনে হচ্ছে।  ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’ সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

এমন আরো সংবাদ

Back to top button