যুক্তরাষ্ট্র আ. লীগের উদ্যোগে তৈয়বুর রহমান টনির শোকসভায় দোয়া
নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট রাজনীতিক, সংগঠক ও ক্রিকেটার এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনির মৃত্যুতে দোয়া মাহফিল ও শোকসভা করেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত ২৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় আয়োজিত মরহুম তৈয়বুর রহমান টনির দোয়া ও শোক সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। টনির শোক সভায় ‘জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ মৃত্যুবরণকারী দলীয় নেতা-কর্মী বিশেষ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান নূরুল ইসলাম অনু, ফৈয়জ আলী, সিরাজ উদ্দিন আহমেদ, কামাল আহমেদ, নজমুল ইসলাম, বেলাল তরফদার, জসিম উদ্দিন মিঠু সহ যারা ইতিপূর্বে ইন্তেকাল করেছেন তাদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ সহ অসুস্থ সকল দলীয় নেতা-কর্মীদের সুস্থ্যতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন বাইতুল ইসলাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা রহমত উল্লাহ।
সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য যথাক্রমে মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, হাজী এনাম, কৃষিবীদ আশরাফুজজামান, মনছুর খান, দেওয়ান বজলু, মোহাম্মদ সোলায়মান আলী, আব্দুল মালেক, কার্যকরী সদ্য শাহানারা রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, কানেকটিকাট ষ্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেহাদ, সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, পেনসেলভেনিয়া ষ্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা আবু তাহের ও সাধারণ সমম্পাদক আবু সাঈদ খান। বোষ্টন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিক, নিউইয়র্ক মিশিগান ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুসা, জর্জিয়া ষ্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, যুগ্ম সম্পাদক নুরুল তালুকদার নাহিদ, ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফিলাডেলফিয়া ট্রাই কাউন্টি আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কফিল চৌধুরী, নিউইয়র্ক আইনজীবি পরিষদের সভাপতি মোর্শেদা জামান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, যুবলীগ নেতা শাহ সেলিম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ কিবরিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ আলম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা জেড এ জয়, জাহাঙ্গীর এইচ মিয়া, শহিদুল হক রাশেদ, হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সহিদুল ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা যুব কমান্ড প্রমুখ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী নিউইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যোগ দেন।
সভাপতি ড. সিদ্দিকুর রহমান তার বক্তব্যে মরহুম তৈয়বুর রহমান টনির অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, আমাদের টনি এতো মেধানির্ভর ছিল যা আগে বুঝতে পারিনি। তার সম্পর্কে অনেক কিছুই জানতাম না, যা মৃত্যুর পর জেনেছি। তিনি মরহুম টনির বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং বৈশ্বিক মহামারির সময় সকল বেদনাবোধ ভুলে দলীয় নেতা-কর্মীদের এক সাথে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, ঢাকার জিগাতলার বাসা থেকে পুলিশ গত ২৫ অক্টোবর শনিবার তার মরদেহ উদ্ধার করে। তার অকাল ও আকস্মিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আছে। তার দেশের বাড়ী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা।