বিদেশ

মালয়েশিয়ার এবিআইএম-এর হুঁশিয়ারি: সমলিঙ্গিক সম্পর্ক সামাজিক ও স্বাস্থ্যহানিকর

malaysia news
মালয়েশিয়ান ইসলামিক ইয়ুথ মুভমেন্ট (এবিআইএম) সমলিঙ্গিক সম্পর্ককে সামাজিক ও স্বাস্থ্যগত হুমকি হিসেবে উল্লেখ করে বহুমুখী হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। ৩০ নভেম্বর, এবিআইএম-এর উপ-সভাপতি মোহামাদ সাইফুদ্দিন আব্দুল লতিফ বলেন, সম্প্রতি চাউ কিট এলাকার স্বাস্থ্যকেন্দ্রে সমলিঙ্গিক কর্মকাণ্ডের উদ্দেশ্যে পরিচালিত অভিযানে দেখা গেছে—এই ধরনের অনৈতিক আচরণ আরও সংগঠিত ও প্রকাশ্য হয়ে উঠছে। তিনি বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করে বলেন, ১৭ জন সরকারি কর্মচারীর, যার মধ্যে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীও রয়েছেন, অনৈতিক কার্যক্রমে জড়িত থাকা অত্যন্ত দুঃখজনক।

তিনি বিবৃতিতে বলেন, যা আরও উদ্বেগজনক তা হলো ১৭ জন সরকারি কর্মচারীর সংশ্লিষ্টতা, যা ধর্ম, মানবিক মূল্যবোধ ও সামাজিক আদর্শের স্পষ্ট পরিপন্থী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এইচআইভি আক্রান্তের মধ্যে সমলিঙ্গিক সম্পর্কের মাধ্যমে সংক্রমণের হার ক্রমেই বাড়ছে। যা পরিস্থিতির আরও গুরুতর দিক নির্দেশ করে। মোহামাদ সাইফুদ্দিন বলেন, এই বিকৃত আচরণ শুধু শরিয়াহ ও নৈতিকতার বিরোধী নয়, বরং এটি জনস্বাস্থ্যের জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করছে। তিনি পরিবার, স্কুল, মসজিদ, সিভিল সোসাইটি এবং সরকারি সংস্থাসহ সমাজের সব স্তরকে আইন প্রয়োগ, নৈতিক শিক্ষা এবং জনস্বাস্থ্য সচেতনতার মাধ্যমে একযোগে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, বিষয়টি কোনোভাবেই বিদ্বেষ বা বৈষম্যের নয়; বরং সমাজের মূল্যবোধ, নৈতিক নিরাপত্তা ও জনকল্যাণ রক্ষার প্রশ্ন। তিনি বলেন, প্রকাশ্যে পরিচালিত বিকৃত কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া জরুরি—এটি সমাজের মর্যাদা, শৃঙ্খলা এবং জাতির ভবিষ্যৎ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবিআইএম দুঃখ প্রকাশ করে জানায়, কিছু মহল বিষয়টিকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করছে, যা আরও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

এমন মনোভাব অত্যন্ত ক্ষতিকর। এটি অনৈতিকতার স্বাভাবিকীকরণের পথ খুলে দেয়, মানুষের নৈতিক সংবেদনশীলতা কমিয়ে দেয় এবং সমাজকে আরও বড় ক্ষতির দিকে ঠেলে দেয়— তিনি সতর্ক করেন। উল্লেখ্য, কুয়ালালামপুরে গত শুক্রবার কর্তৃপক্ষ একটি স্পা ও স্বাস্থ্যকেন্দ্রে অভিযান চালিয়ে সমলিঙ্গিক পুরুষদের সমাবেশের অভিযোগে ১৭ জন সরকারি কর্মচারি সহ মোট ২০৮ জনকে আটক করে।

এমন আরো সংবাদ

Back to top button