বিক্রয় নিয়ে এলো গাড়ি ও বাইকপ্রেমীদের জন্য নতুন প্ল্যাটফর্ম ‘মোটরগাইড বাংলাদেশ’
দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় সম্প্রতি ‘মোটরগাইড বাংলাদেশ’ নামে একটি নতুন অটোমোটিভ পোর্টাল চালু করেছে। এই প্ল্যাটফর্মটি বিশেষভাবে গাড়ি ও বাইক ক্রেতা-বিক্রেতা এবং আগ্রহী ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে।
স্থানীয় মোটরযান বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণে মোটরগাইড বাংলাদেশ একটি নির্ভরযোগ্য তথ্য ভান্ডার হিসেবে কাজ করবে। এখানে নতুন গাড়ির রিভিউ, পারফরম্যান্স বিশ্লেষণসহ প্রয়োজনীয় সকল তথ্য পাওয়া যাবে। ব্যবহারকারীরা ব্র্যান্ড, মডেল, দাম এবং ইঞ্জিন সিসি অনুসারে ফিল্টার করে তাদের পছন্দের গাড়ি বা বাইক সহজেই খুঁজে নিতে পারবেন।
মোটরগাইড সরাসরি বিক্রয়-এর বিশাল লিস্টিং ডেটাবেসের সাথে যুক্ত থাকায় ব্যবহারকারীরা এক ক্লিকেই বিক্রয়যোগ্য গাড়ি, বাইক ও যন্ত্রাংশের অফার দেখতে পারবেন। বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন জানান, মোটরগাইড একটি তথ্যনির্ভর এবং ইউজার-ফোকাসড প্ল্যাটফর্ম, যা ক্রেতাদের সঠিক সিদ্ধান্ত নিতে এবং বিক্রেতাদের বাজার বুঝতে সাহায্য করবে।মোটরগাইড বাংলাদেশ ইতিমধ্যেই চালু হয়েছে এবং এটি দেশের সকল গাড়ি ও বাইকপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য সঙ্গী হতে প্রস্তুত।