দেশহাইলাইটস

শুভাঢ্যা খাল খনন নিয়ে ভালোসংবাদ দিলেন পরিবেশ উপদেষ্টা

khalকেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খনন নিয়ে সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনে গিয়ে তিনি এ সুখবর দেন।

রিজওয়ানা হাসান বলেন, আর্থিক সাশ্রয় নিশ্চিত করতে এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হবে। ৩১৭ কোটি টাকা ব্যয়ে একবছর মেয়াদি এই প্রকল্পটি চলতি বছরের জুনে শুরু হবে। তিনি বলেন, অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে এবং সেখানে বর্জ্যের স্তুপ তৈরি হয়েছে। ফলে খাল পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ সময় খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। ঢাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, বর্ষা মৌসুমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে এরইমধ্যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে দুই সিটি করপোরেশন।

এমন আরো সংবাদ

Back to top button