ধর্মীয়প্রবাস

বাংলাদেশ সোসাইটির কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল রোববার

ইফতার ও দোয়া মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন

ইফতার ও দোয়া মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্নপবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ সোসাইটি আয়োজন করেছে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের অংশগ্রহণে ৯ম পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৫। ইতিমধ্যে বাছাই পর্ব সমাপ্ত হয়েছে আগামী ৯মার্চ রোববার বাংলাদেশ সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানটি ৯ মার্চ দুপুর ১:৩০ থেকে নিউইয়র্ক সিটির রিগো পার্কের জয়া হলে অনুষ্ঠিত হবে। পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার স্পন্সর এই প্রবাসের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান শাহ নেওয়াজ গ্রুপ।

এদিকে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব ২৩ ফেব্রুয়ারী ব্রঙ্কস বরোতে এবং ১ মার্চ কুইন্স বরোতে অনুষ্ঠিত হয়। ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে সকাল ১১ টায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ব্রঙ্কসের শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক, সোসাইটির সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপক আইটিভি ইউ এস এ’র সিইও মোঃ শহীদুল্লাহর উপস্থাপনার প্রতিযোগিতার প্রারম্ভে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব ও সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্কচেস্টার জামে মসজিদের খতিব মাওলানা যুবায়ের আল রশীদ, বাইতুল আমান মসজিদ এর ইমাম ও খতীব মাওলানা আজির উদ্দিন, দারুল আহনাফ নিউইয়র্ক এর প্রিন্সিপাল মাওলানা হামিদুর রহমান আশরাফ,  ও পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি মোঃ জয়নাল আবেদীন । এছাড়া উপস্থিত ছিলেন  সেলিম রেজা, ইকরাম চৌধুরী,আব্দুল হান্নান, ফারুক আহমদ প্রমুখ।

গত ১ মার্চ শনিবার প্রতিযোগিতার কুইন্স বরোর বাছাই পর্ব জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয় এতে আয়োজক কমিটির আহবায়ক, সদস্য সচিব ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। দুটি বাছাই পর্বে এই প্রবাসে বেড়ালটা কয়েকশ ছেলেমেয়ে অংশগ্রহণ করে। বাছাই পর্বে উত্তীনরা আগামী ৯ মার্চ গ্র্যান্ড ফাইনালে অংশ নেবে।

এমন আরো সংবাদ

Back to top button