খেলাধুলা

গুগল সার্চ করায় ২০২৪ সালে শীর্ষে মেসির দুই দল

লিওনেল মেসি
লিওনেল মেসি

পায়ের জাদুতে গোটা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন লিওনেল মেসি। বিশ্বের প্রায় সব দেশে  ছড়িয়ে আছে তার অসংখ্য ভক্ত । যারা সব সময় মেসির খোঁজ রাখেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সকল সার্চ ইঞ্জিনে। আর মেসিও হতাশ করেন না তাঁর ভক্তদের। প্রতি ম্যাচে দারুন সব খেলা উপহার দিয়ে তাঁর ভক্তদের মাতিয়ে রাখেন।

ফুটবলে প্রায় সকল অর্জন আছে মেসির। ৮ বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার তিনি একমাত্র যা আর কারো নেই। দিন যায় বসয় বাড়ে কিন্তুর মেসির জনপ্রিয়তা একটু খানিও কমে না। আকাশ ছোঁয়া এ জনপ্রিয়তা, যার প্রমাণ মিলে ২০২৪ সালে গুগলে সর্বোচ্চ সার্চ করার তালিকা দেখলে।

সার্চ ইঞ্জিন গুগলে ২০২৪ সালে সবচেয়ে বেশি খোঁজ করা ফুটবল দলের তালিকাতেও এখন সবার ওপরে অবস্থান করছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। আর সব ধরনের খেলা বিবেচনায় নিলে মায়ামি আছে তিন নম্বরে।

লিওনেল মেসি
লিওনেল মেসি

এই তালিকায় অবশ্য মেসির একটি নয়, দুটি দল আছে। আরেকটি হচ্ছে মেসির জাতীয় দল আর্জেন্টিনা। এ বছর কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা ফুটবল দল হিসেবে আছে তিন নম্বরে, সব মিলিয়ে অবস্থান আটে।

২০২৪ সালে সবচেয়ে গুগল সার্চ করা দল হলো——

১. নিউইয়র্ক ইয়াঙ্কিস -মেজর লিগ বেসবল, ২ .লস অ্যাঞ্জেলেস ডজার্স-মেজর লিগ বেসবল ৩ .ইন্টার মায়ামি -মেজর লিগ সকার  ৪. বায়ার লেভারকুসেন-বুন্দেসলিগা ৫. বোস্টন সেল্টিকস-ন্যাশনাল বেসবল ৬.নিউইয়র্ক মেটস-মেজর লিগ বেসবল ৭. ডালাস মাভেরিকস-ন্যাশনাল বেসবলআ ৮. র্জেন্টিনা ফুটবল দল-আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন  ৯. মিনেসোটা টিম্বারউলভস-ন্যাশনাল বেসবল ১০. এডমন্টন অয়েলার্স-ন্যাশনাল হকি লিগ

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker