খেলাধুলা
ইন্টার মায়ামির কোচ হলেন আর্জেন্টাইন হাভিয়ের মাশ্চেরানো
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির নতুন কোচ সাবেক আর্জেন্টাইন ফুটবলার হাভিয়ের মাশ্চেরানো। আগামী তিন বছরের জন্য চুক্তি হয়েছেন একসময়ের এই আর্জেন্টাইন ফুটবলার। যা ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির ডাগআউট সামলাবেন ৪০ বছর বয়সী মাশ্চেরানো।
ইন্টার মায়ামি আজ এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ।
মাশ্চেরানো আর্জেন্টিনার জার্সিতে ২০০৩ থেকে ২০১৮ পর্যন্ত খেলেছেন। বার্সেলোনা, ওয়েস্টহ্যাম ও লিভারপুলে খেলেছেন হ্যাভিয়ের মাশ্চেরানো। বার্সেলোনার হয়ে পাঁচটি লিগ শিরোপার পাশাপাশি জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিড ট্রফি। আর আর্জেন্টিনার জার্সিতে খেলছেন ২০১৪ বিশ্বকাপের স্মরণীয় সেই ফাইনাল ম্যাচ।
এদিকে মাশ্চেরানো বলেছেন মায়ামির কোচ হওয়াটা আমার জন্য সম্মানের। আমি ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। সমর্থকদের উপহার দিতে চাই কিছু স্মরণীয় মুহূর্ত।