হিরো অফ দি ডে

সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন মিশর প্রবাসী

আফছার হোসাইন
আফছার হোসাইন

মিশর ও ফিলিস্তিনে শরণার্থীদের মাঝে বাংলাদেশিদের ত্রাণ সহায়তা সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মিশর প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট আফছার হোসাইন পেলেন বিশেষ সম্মাননা পুরস্কার।

গত ২৩ নভেম্বর সন্ধ্যায় মিশরের রাজধানী কায়রোর আব্বাসিয়া বুর্জ আল থাতবিকিন সম্মেলন হলে বাংলাদেশের মানবিক সেবা সংস্থা হাফেজ্জি চ্যারাটিবল সোসাইটি মিশরে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ সম্মাননা স্মারকটি সাংবাদিক আফছার হোসাইন এর হাতে তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ, হাফেজ্জি চ্যারাটিবল সোসাইটির পরিচালক নও মুসলিম মো. রাজ ও ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হুজাইফা খান আজহারী।

আফছার হোসাইন
oplus_32

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো. ইসমাইল হোসেন, দ্বিতীয় সচিব আতাউল হক, মানবিক সেবা সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহ-সভাপতি ডক্টর মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, স্বাস্থ্য বিষয়ক পরিচালক মাওলানা ইমরান নাফিস, কার্যনির্বাহী সভাপতি মুফতী তাওহিদুল ইসলাম সহ দুই শতাধিক ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সদস্য।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নে জন্ম নেওয়া আফছার হোসাইন মেক্সিকো দূতাবাসে চাকরি নিয়ে মিশর যান ১৯৯৫ সালে। তার দুই সন্তানের মধ্যে মেয়ে চিকিৎসক পুষ্প হোসাইন যুক্তরাজ্যে একটি স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক এবং ছেলে নাঈম হোসাইন কানাডায় সিনিয়র আইটি কনসালটেন্ট হিসাবে কাজ করছেন। তার স্ত্রী নাজমা হোসাইন কায়রোর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।

এমন আরো সংবাদ

Back to top button