একবারও বিশ্বকাপে খেলতে না পাওয়া দলের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১৫ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ব্রাজিলের এবারের প্রতিপক্ষ তাদের থেকে তুলনামূলক বেশ দুর্বল। কারণ ভেনেজুয়েলা দলটি কখনোই একবারও বিশ্বকাপ খেলতে পারেনি। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল যেখানে অবস্থান করছে পাঁচ নম্বরে, সেখানে ভেনেজুয়েলার অবস্থান ৪৪।
ঠিক তাই খুব সহজেই ভেনেজুয়েলাকে হারানোর কথা ব্রাজিলের। তবে মাঠে নামার আগে সতর্ক কোচ দরিভালের । ভেনেজুয়েলাকে ভালো শক্ত প্রতিপক্ষ হিসেবেই মানছেন দরিভাল।
ব্রাজিলের কোচ দরিভাল বলেছেন শীর্ষ দলগুলোর উন্নতির খুব বেশি জায়গা নেই। কিন্তু নিচু সারির দলগুলো বড় বড় পদক্ষেপে এগোচ্ছে। এতে পার্থক্যটা অনেক কমেছে এবং ম্যাচগুলোও হয়ে উঠছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ৮ ম্যাচের ৪টিতে হেরে যাওয়ার পর ব্রাজিল দলটি এখন ঘুরে দাঁড়িয়েছে । পয়েন্ট টেবিলের এখন চতুর্থ স্থানে অবস্থান করছে ব্রাজিলের। যদিও ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা দলটির পয়েন্টে টেবিলের শীর্ষে অবস্থান করছে।আর লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলের শীর্ষ ৬ দল সরাসরি খেলার সুযোগ পাবে ২০২৬ বিশ্বকাপ আসরে।