খেলাধুলা
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ পাচ্ছে না মুশফিকুর রহিমকে
বাংলাদেশ প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। আগামী শনিবার আবারো মাঠে নামবে বাংলাদেশ টাইগার দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ পাচ্ছে না সাইলেন্ট কিলার মুশফিকুর রহিমকে।
প্রথম ওয়ানডেতে ৭ নম্বরে ব্যাট করতে দেখা যায় মুশফিকে। সাধারণত ৩, ৪ অথবা ৫ নম্বরে ব্যাট করতে নামেন তিনি। কেনো তাকে ৭ নাম্বারে ব্যাট করতে দেখা গেলো এ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন থেকেই খোঁজ নিয়ে জানা গেছে ফিল্ডিংয়ের শেষ দিকে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন মুশফিশ। আঙুলের চোটের কারণেই প্রাথমিক চিকিৎসার জন্য কিছুটা পরে ব্যাটিংয়ে নামতে হয়েছে তাকে।
এরপর পরে পরীক্ষা শেষে জানা গেছে আঙুলের হাড়ে চিড় ধরেছে মুশফিকের। এজন্য দ্বিতীয় ওয়ানডেতে খেলা অনিশ্চিত বলাই যায় মুশফিকুর রহিমের।