খেলাধুলা

ফিরেছেন নেইমার তবে , এ বছর দেখা যাচ্ছে না ব্রাজিলের জার্সিতে  

নেইমার দীর্ঘ একবছর পর চোট কাটিয়ে মাঠে ফিরছেন নেইমার । তবে এ বছর ব্রাজিলের জার্সিতে তাকে দেখা হচ্ছে না। আগামী ১৪ ও ২০ নভেম্বর ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এই তারকাকে  রাখেনি ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। যার ফলে চলতি বছর আর নেইমারকে ব্রাজিলের জার্সিতে দেখা যাচ্ছে না।

এ ব্যাপারে কোচ দরিভাল জুনিয়র বলেন নেইমারের সঙ্গে যা ঘটছে আমরা সবকিছু কাছ থেকে অনুসরণ করছি। বিশেষ করে ব্রাজিলের হয়ে খেলার সময় তার চোটে পড়ার ঘটনার পর থেকে। আমরা সবাই তার উন্নতির ব্যাপারে মনোযোগী। আমার পরেরবার তাকে ফেরানোর জন্য প্রস্তুত থাকব সেও প্রস্তুত থাকবে।

এদিকে নেইমারের মতোই দলে জায়গা হয়নি এনদ্রিকের। তবে দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

বিশ্বকাপ দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া ও ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় উরুগুয়ে।

এমন আরো সংবাদ

Back to top button