রোনালদোর সমর্থকদের কাঁটা ঘায়ে নুনের ছিটা দিলেন ইয়ামাল
বার্সা আর রিয়াল মাদ্রিদ খেলা মানে যেন এক অন্য রকম ম্যাচ, অন্য রকম উত্তেজনা । তবে আজ যেন রিয়াল মাদ্রিদ কে কোনো পাত্তায় দেয় নি বার্সা । মাদ্রিদকে যেন রীতিমতো মতো উড়িয়ে দিল বার্সা । সান্তিয়াগোর বার্নাব্যুতে অনুষ্ঠিত আজকের ম্যাচে লা লিগায় রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে একেবারেই বিধ্বস্ত করেছে বার্সেলোনা। এই ৪ গোলের মধ্যে রবার্ট লেভানদোভস্কি ২ টি গোল করেন এছাড়া লামিনে ইয়ামাল ও রাফিনিয়া একটি করে গোল করেন।
তবে ৭৭ মিনিটে রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে দারুণ এক শটে গোল করেন ইয়ামাল যদিও এই গোলটি তার এল ক্লাসিকোর প্রথম গোল। গোলটি করার পর বার্নাব্যুতে রোনালদোর বিখ্যাত কালমা উদযাপন করেছেন ইয়ামাল। সাধারণত এই উদযাপনে এক হাত দিয়ে শান্ত থাকার ইশারা করে নিজের উপস্থিতি জানান দিতে দেখা যেতো রোনালদোকে। ফলে ইয়ামালের এমন উদযাপন যেন ছিল রিয়াল সমর্থকদের জন্য ছিল কাঁটা ঘায়ে নুনের ছিটা।
সব মিলিয়ে যেন ভালো সময় পার করছেন ১৭ বছর বয়সি এই স্প্যানিশ উইঙ্গার । চলতি মৌসুমে ১৪ ম্যাচে ৬ গোল সাথে ৭ অ্যাসিসাট করেছেন ।