খেলাধুলা
৭৫ নাম্বার জার্সিটির দেশে ফেরা হচ্ছে না
টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে আপাতত দেশে ফিরছেন না সাকিব আল হাসান । তাই ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলা হচ্ছে না সাকিবের। এক সূত্রে জানা যায় সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে দেশে ফিরতে নিষেধ করা হয়েছে। মুলত নিরাপত্তার অভাবের কারণে তিনি দেশে ফিরছেন না।
সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ গত কয়েক দিন ধরে মিরপুর শেরেবাংলা বিভিন্ন স্লোগান দিচ্ছেন ও দেয়াললিখন লিখেছেন। শুধুমাত্র স্টেডিয়ামে না ঢাকা বিশ্ববিদ্যালয়েও তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। যাতে করে সাকিবকে যেন দেশের মাটিতে খেলতে না দেওয়া হয়।
আপাতত দেশে না ফিরে এখন যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন দেশের এই ক্রিকেটার।