খেলাধুলা

৩৩৩ দিন পর ফিরে  লিও মেসির যেন এক দুর্দান্ত এক হ্যাটট্রিক

messi

নিজের দেশে ৩৩৩ দিন পর ফিরে লিওনেল মেসি যেন তার পুরানো দিনে ফিরে গেছেন। লিওনেল মেসির আরো একটি রেকর্ড স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক এর মাধ্যমে।

বলিভিয়ার বিপক্ষে আজ ৬-০ গোলে জিতেছেন । যার মধ্যে মেসির একক ভাবে গোল ৩ এছাড়া আর বাকি গোল করেছেন লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা।

বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি হ্যাটট্রিকের গৌরবও এখন সর্বকালের সেরা মেসির। দক্ষিণ আমেরিকা মহাদেশে ২০০৯ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সর্বশেষ বলিভিয়ান হোয়াকিন বোতেরো হ্যাটট্রিকের সাথে ২টি গোল করিয়েছিলেন ১৫ বছর আগে সেটিও আবার আর্জেন্টিনার বিপক্ষেই। শুনতে খারাপ লাগলেও সেই ম্যাচে ছিলেন মেসি নিজেও। খেলা শেষে সেই অতীতের স্মৃতি কথাও জানান মেসি। ১৫ বছর পূর্বের ম্যাচের প্রতিশোধের ভাবনার মনোভাব নেই তার মাধে। নিজের ক্যারিয়ারের শেষের এই ম্যাচগুলো উপভোগ করাই তার চাওয়া পাওয়া । মেসি আরো জানিয়েছেন আজ গ্যালারি থেকে নিজের নামে ভেসে আসা স্লোগান গুলো খুব  উপভোগ করেছেন তিনি।

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচে ৭ জয় ও  ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। দ্বিতীয় অবস্থানে রয়েছে কলম্বিয়া সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে।

এমন আরো সংবাদ

Back to top button