জেলার খবরনির্বাচন

নীলফামারী-৪: ভোট গণনা দেখাতে বড় পর্দার ব্যবস্থা প্রশাসনের

4দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেনর ভোট গণনা দেখাতে বড় পর্দার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। সকলেই যাতে সহজে ভোট গণনা দেখতে পায় এজন্য সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ নীলফামারী উপজেলা পরিষদ চত্ত্বরে এ ব্যবস্থা করেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাত পোহালেই শুরু হবে। সকাল ৮টা হতে চলবে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা হবে এবং কেন্দ্রগুলোর ফলাফল কেন্দ্রেই দেয়া হবে। পরে কেন্দ্রের ফলাফলগুলো উপজেলা প্রশাসনিক ভবনের কন্ট্রোল রুমে জমা হবে। কেন্দ্র ওয়ারি ফলাফলগুলো কন্ট্রোল রুমে ল্যাপটপে দেয়া মাত্রই তা বড় পর্দায় ভেসে উঠবে। ফলে উপজেলা পরিষদ চত্বরে বসে থেকেই উৎসুক ভোটার, স্ব স্ব প্রার্থীর নেতা-কর্মী, সাধারণ জনগণ বড় পর্দার মাধ্যমে ভোটের ফলাফল দেখতে পাবে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়- ভোট শেষ হওয়া মাত্রই উপজেলা পরিষদ চত্বরে ভোটার, নেতা-কর্মী, সাধারণ জনগণ ভিড় করতে থাকে। যে হারে লোকজন আসতে শুরু করে কন্ট্রোল রুমে এতগুলো লোকজন ধারণ করাও সম্ভব নয়। ফলে প্রোজেক্টরের মাধ্যমে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। যাতে সহজেই সবাই ভোট গণনা দেখতে পায়। ইতোমধ্যে কন্ট্রোল রুমে প্রোজেক্টর ও বড় পর্দা বসানো হয়েছে। প্রশাসনিক ভবনের সামনে বড় পর্দা বসানোর কাজ চলছে।

সহকারি রিচার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা জানান- সবাই যাতে সহজেই ভোট গণনা দেখতে পায় এ জন্য উপজেলা পরিষদ চত্বরের প্রশাসনিক ভবনের সামনে প্রোজেক্টরের মাধ্যমে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছি।

এমন আরো সংবাদ

Back to top button