দেশহাইলাইটস

কমনওয়েলথ গেমস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিতে সিঙ্গাপুরে সেনাপ্রধান

568সরকারি সফরে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) রওনা দেন তিনি। এ সফরে ১৪ ও ১৫ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দেশটিতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) জেনারেল অ্যাসেম্বলি-২০২৩ এ যোগ দেবেন এবং সিজিএফ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট দেবেন।

এ অ্যাসেম্বলিতে বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এছাড়া সেনাবাহিনী প্রধান সেখানে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্কশপ অ্যান্ড রিজিওনাল মিটিং’ ও ‘প্রেজেন্টেশন অ্যান্ড প্রি অ্যাসেম্বলি ডিসকাশন’-এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে মতবিনিময় করবেন।

সফর শেষে আগামী ১৬ নভেম্বর বাংলাদেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এমন আরো সংবাদ

Back to top button