সার্কের মহাসচিবের দায়িত্ব গ্রহণ করলেন রাষ্ট্রদূত গোলাম সারোয়ার
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়র। ২৫ অক্টোবর নেপালের সার্ক সচিবালয়ে সংস্থাটির মন্ত্রীপরিষদের অনুমোদনক্রমে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্বগ্রহণের পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এক সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে গোলাম সারোয়ার এসোসিয়েশনের সেবা করার সুযোগ দেয়ার জন্য সকল সদস্য রাষ্ট্রসমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সার্কের প্রোফাইল বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং সচিবালয়ের উপর অর্পিত গুরুত্বপূর্ণ আদেশগুলো সম্পাদনে সদস্য রাষ্ট্রগুলোকে সক্রিয় এবং কার্যকরভাবে কাজ করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন। এসময় তিনি সদস্য রাষ্ট্রগুলোর অব্যাহত সহযোগিতা কামনা করেছেন।
পেশাদার কূটনীতিক হিসেবে গোলাম সারোয়ার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১০ম ব্যাচের সদস্য। ১৯৯১ সালে ফরেন সার্ভিসে যোগ দিয়ে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি মালয়েশিয়া, ওমান সালতানাত, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার কূটনৈতিক ক্যায়িারে ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কাঠমান্ডু এবং ওয়াশিংটন ডিশির মতো বিদেশে বাংলাদেশ মিশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রদূত গোলাম সারোয়ার তার দীর্ঘ কূটনৈতিক জীবনে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ঢাকায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব, পরিচালক, ডেপুটি চিফ অব প্রোটোকল এবং মহাপরিচালকের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
১৯৬৬ সালের জুলাই মাসে গোলাম সারোয়র জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব কমার্স ডিগ্রি অর্জন করেন। জার্মানিতে তিনি উন্নত কূটনৈতিক প্রশিক্ষণ নিয়েছিলেন। গোলাম সারোয়ার ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই পুত্র সন্তানের জনক।