বিদেশহাইলাইটস

জাপানে ক্ষমতাসীন এলডিপিকে বিজয়ী ঘোষণা

৬৫৩২.০জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) বিজয়ী ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। একমাস আগে দলের দায়িত্ব নেয়া কিশিদার দল এলডিপি বড় ব্যবধানে জয়ী হয়েছে।

সংসদের নিম্নকক্ষে ২৩৩ টির বেশি আসনে জয় নিশ্চিত হওয়ায় কোমেইতো জোট ছাড়াই একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে এলডিপি।

বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গত এক দশক ধরেই জাপানের রাজনীতিতে কর্তৃত্ব করে আসছে কিশিদার দল। তবে সাম্প্রতিক বছরগুলোতে করোনা মহামারী প্রতিরোধে নেয়া দুর্বল ব্যবস্থাপনার কারণে সমালোচিত হয় এলডিপির নের্তৃত্ব। মাত্র একবছর দায়িত্বপালনের মাথায় সরে যান আগের প্রধানমন্ত্রী ইয়োশিহিদা সুগা। তার জায়গায় একমাস আগে দল ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পান ফুমিও কিশিদা।

রোববারের সাধারণ নির্বাচনে ৪৬৫টি আসনের মধ্যে এলডিপি জিতেছে ২৬১টি আসনে। একক সংখ্যা গরিষ্ঠতা পেতে কোনো দলকে ২৩৩টি আসনে জয়লাভ করতে হত।

যদিও প্রাথমিক জরিপে জোটের জয়লাভের পূর্বাভাস ছিল। তবে ভোটের ফলাফলে ক্ষমতাসীন দল প্রত্যাশার চেয়ে ভালো করেছে। এছাড়া এলডিপির জোট সঙ্গী কোমেইতো পেয়েছে ৩২টি আসন। এলডিপি-কোমেইতোর সম্মিলিত আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৯৩ টিতে।

এমন আরো সংবাদ

Back to top button