প্রবাসহাইলাইটস

মালয়েশিয়ায় বিএনপির সদস্য বাড়াতে চলছে নিবন্ধন কার্যক্রম

malaysia news মালয়েশিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন প্রক্রিয়া জোরদার করতে শুরু হয়েছে আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম। শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়া যুবদলের উদ্যোগে চলে এই নিবন্ধন কার্যক্রম।   এ সময় প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল অ্যাপস–এর মাধ্যমে ব্যালটের জন্য আবেদন করার নিয়ম-কানুন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সভাপতি প্রার্থী ও বিএনপির সদস্য জসিম উদ্দিন। পরিচালনা করেন যুবদলের দপ্তর সম্পাদক বাদলকারার। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, হাবিবুর রহমান শিশির ও সংগঠনের সিনিয়র নেতা আব্দুর রহিম ভূইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুর এসিদ্দিকি সুমন, মিরাজ মাঝি, ইমন সাঈদ, জেসমিন আক্তার, ইঞ্জিনিয়ার শাহজালাল, আনোয়ার হোসেন, বাবু সরকার, শাহিন আলম, জহুরুল ইসলাম টিটু, ইসহাক মিয়া, মো. মিজান মজুমদার প্রমুখ। আয়োজকদের মতে, মালয়েশিয়ায় বিএনপির সাংগঠনিক কাজকে আরও সুসংহত ও গতিশীল করতে এই নিবন্ধন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমন আরো সংবাদ

Back to top button