প্রবাস

মুক্তিযোদ্ধা আজিজ চৌধুরী মুসনুদ-এর ইন্তেকাল

মুক্তিযোদ্ধা আজিজ চৌধুরী মুসনুদ-এর ইন্তেকাল
মুক্তিযোদ্ধা আজিজ চৌধুরী মুসনুদ-এর ইন্তেকাল

সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি আব্দুল মুকিত চৌধুরী (মারুফ চৌধুরী)-এর মেঝো ভাই মুক্তিযোদ্ধা আজিজ চৌধুরী মুসনুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নিউইয়র্কের ফ্লোরাল পার্কস্থ বড় কন্যা জাসিয়া চৌধুরী বিনি’র বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, ৩ ভাই সহ বহু আত্নীয়-স্বজন রেখে গেছেন। খবর ইউএনএ’র।
জানা গেছে, আজিজ চৌধুরী মুসনুদ ১৯৫২ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ-এর সাবেক সভাপতি, আরপিননগর তালুকদার বাড়ী নিবাসী প্রয়াত আব্দুল আহাদ চৌধুরী তারা মিয়ার দ্বিতীয় পুত্র। ছিলেন একাত্তুরের সক্রিয় মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন ধরে তিনি মিশিগান অঙ্গরাজ্যে বসবাস করছিলেন। কিন্তু শারীরিক অসুস্থ্যতার জন্য সম্প্রতি তিনি বড় কন্যার বাসায় ছিলেন। তার মরদেহ নিউইয়কেই দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে মুক্তিযোদ্ধা আজিজ চৌধুরী মুসনুদ-এর ইন্তেকালে প্রবাসী সুনামগঞ্জবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি’র পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক অসিত ডি চৌধুরী।

ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এমন আরো সংবাদ

Back to top button