“শিক্ষা সুযোগের দরজা খুললেও সমাজে আসল পরিবর্তন আনেন তরুণরাই, তাদের দৃঢ় সংকল্প, কল্পনাশক্তি আর নেতৃত্বের মাধ্যমে।”– এই বার্তা দিলেন মাস্টারকার্ড ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সিইও রিতা রায়। মঙ্গলবার ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক বিশেষ বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
রিতা রায়ের নেতৃত্বে মাস্টারকার্ড ফাউন্ডেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ব্র্যাক ইউনিভার্সিটিতে সফরে আসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নতুন পথে চলার সাহস দেখাতে এবং প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নিজেদের স্বপ্নকে নিজের মতো করে গড়ে তোলার অনুপ্রেরণা দেন।
তিনি প্রশ্ন রাখেন, “তোমরা কি নিজেদের কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন পথে যাওয়ার মতো সাহসী পদক্ষেপ নিতে প্রস্তুত?”
ব্র্যাক ইউনিভার্সিটির প্রশংসা করে রিতা রায় বলেন, বৈশ্বিক নাগরিকত্ব, সামাজিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, দুই প্রতিষ্ঠানের লক্ষ্য একই, আর তা হলো তরুণদের ক্ষমতায়ন করা।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ এই সফরকে দুই প্রতিষ্ঠানের যৌথ লক্ষ্য ও সহযোগিতার প্রতীক বলে উল্লেখ করেন। তিনি বলেন, তারা এমন নেতৃত্ব গড়ে তুলতে চান, যারা সমাজে এবং বিশ্বে নতুন সম্ভাবনার পথ দেখাবে। মাস্টারকার্ড ফাউন্ডেশন মানসম্মত শিক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈষম্য হ্রাসের মতো টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।



