প্রবাস

মিশরে বাংলাদেশিদের জন্য ওকে-টু বোর্ড অন-এরাইভ্যাল ভিসা স্থগিত

আফছার হোসাইন (মিশর-থেকে)  
ছবি- প্রতিকী

বাংলাদেশ থেকে ব্যাবসা, শিক্ষা, পর্যটন সহ অন্যান্য প্রয়োজনে মিশরে আসতে প্রয়োজন ছিল টাকাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে ভিসা নিয়ে আসার।  ২০২২ সালের এপ্রিল মাসে বাংলাদেশ দুতাবাসের অনুরোধে এক বছরের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের জন্য অন-এরাইভ্যাল ভিসার সুবিধা দিয়েছিল দেশটি। তার মেয়াদ শেষ হওয়ার আগেই আবারও ২ বছরের জন্য চুক্তি নবায়ন‌ করতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়‌কে অনুরোধপত্র পাঠায় বাংলাদেশ দূতাবাস।‌

তার পরিপ্রেক্ষিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া সরকারি এক পরিপত্রে কায়রোতে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়‌ যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গত বছরে করা শর্ত সাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসার চুক্তিটি বলবৎ থাকবে। গত ২০২৩ সালের ১৪মে থেকে সরাসরি কায়রো -ঢাকা-কায়রো  ইজিপ্ট এয়ার ফ্লাইট চালু হওয়ার পর বাংলাদেশ থেকে মিশরে ঘুরতে ও অন্যান্য প্রয়োজনে আসার সুবিধার্থে ওকে-টু বোর্ড অন এরাইভ্যাল চালু করে দেশটি। যা দিয়ে স্বল্প সময়ের মধ্যে সিলেক্টেড কয়টি এয়ারলাইন্স কর্তৃক প্রদত্ত “ওকে টু বোর্ড” নিয়ে অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে মিশরে প্রবেশ করতে পারতেন বাংলাদেশিরা।
কিন্তু এই শর্ত সাপেক্ষ এবং ওকে টু বোর্ড অন-অ্যারাইভাল ভিসার সুবিধা নিয়ে কতিপয় কিছু অসাধু ব্যাক্তি এমনকি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা কিছু শিক্ষার্থীও মিশরে চাকরি দেওয়া এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে শত শত নিরীহ চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীকে বিশাল অংকের অর্থের বিনিময়ে মিশরে এনে ঠেলে দিচ্ছে বিপদের মুখে। না দিতে পারছে চাকরি না করাতে পারছে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি।  সাম্প্রতিক ঢাকাস্থ  EgyptAir- এর এক পরিপত্রে জানানো হয় যে, এখন থেকে মিশর ভ্রমণের জন্য “OK TO BOARD” এ অন-এরাইভ্যাল ভিসা আর  গ্রহন যোগ্য হবে না  ও EgyptAir কোনো যাত্রীকে বোর্ডিং অনুমতি দেবে না।
তবে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কতৃক কায়রোস্থ বাংলাদেশ দুতাবাসে পাঠানো পরিপত্র অনুযায়ী শর্ত সাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসার চুক্তিটি বলবৎ থাকবে। যাতে বলা হয়েছিল যে, মিশরের যে কোনো বন্দর থেকে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পাওয়ার শর্ত হচ্ছে, সাধারণ পাসপোর্টধারীদের পাসপোর্টে জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও শেনজেনভুক্ত ইউরোপীয় দেশের বৈধ ও ব্যবহৃত ভিসা কিংবা রেসিডেন্স পারমিট থাকতে হবে। তাই, এখন থেকে  মিশর ভ্রমন করতে ইচ্ছুক সাধারন বাংলাদেশিদের ঢাকাস্থ মিশর দূতাবাস থেকে স্টিকার ভিসা নিয়ে আসতে হবে।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker