দেশ

নবায়নের মাধ্যমে এআই ইমেজিং প্রযুক্তির উন্নয়নে গবেষণা কেন্দ্র চালু করেছে অপো ও হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি

অপোগুয়াংডং অপো মোবাইল টেলিকমিউনিকেশনস কর্পোরেশন লিমিটেড (অপো) ও দ্যা হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি ২০২২ সালে প্রতিষ্ঠান দুইটির চুক্তি অনুযায়ী পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে। এই উদ্যোগ গুয়াংডং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার সমন্বয়ে ভূমিকা রাখবে। চুক্তি নবায়ন অনুযায়ী পলিইউ অপো জয়েন্ট ইনোভেশন রিসার্চ সেন্টার আরও উন্নত করার মাধ্যমে অপো আর্থিক ও প্রযুক্তিগত বিনিয়োগ বাড়াতে পলিইউ এর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে, যা এআই ইমেজিং প্রযুক্তিতে তাদের অংশীদারিত্বের এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির ক্যাম্পাসে গত ০১ নভেম্বর একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পলিইউ এর প্রেসিডেন্ট প্রফেসর জিন-গুয়াং টেং এবং অপো রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জেসন লিয়াও। চুক্তিতে স্বাক্ষর করেন পলিইউ-এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ক্রিস্টোফার চাও এবং অপোর ইন্ডাস্ট্রি একাডেমিয়া অ্যাফেয়ার্স হেড ঝেং কিন।

এই চুক্তির আওতায় পলিইউ-অপো জয়েন্ট ইনোভেশন রিসার্চ সেন্টার কে উন্নত করার মাধ্যমে জয়েন্ট ইনোভেশন রিসার্চ সেন্টার এ পরিণত করা হবে। এছাড়াও অপো আগামী পাঁচ বছরে ন্যূনতম ৩০ মিলিয়ন ইউয়ান বিনিয়োগ করবে, যা পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকদের প্রশিক্ষণ বাড়ানো এবং ইমেজিং অ্যালগরিদমের প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণায় ভূমিকা রাখবে। এই উদ্যোগ এআই ইমেজিং প্রযুক্তিতে অপো ও পলিইউ-এর মধ্যকার অংশীদারিত্বকে আরও মজবুত করবে।

এমন আরো সংবাদ

Back to top button