কিশোরগঞ্জে যমুনাশ্বরী ৮ম কাব ক্যাম্বরী শুরু
কাবিং করি মাদক মুক্ত দেশ গড়ি প্রত্যয় নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে যমুনাশ্বরী ৮ম কাব ক্যাম্বরী শুরু হয়েছে। এ কাব ক্যাম্বরীতে প্রাথমিক বিদ্যালয়ের ২ শ’ ৬৪ শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে গতকাল (২২ নভেম্বর) যমুনাশ্বরী ৮ম কাব ক্যাম্বরী শুরু হয়েছে। এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন
উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক। এতে সভাপতিত্ব করেন স্কাউটের কিশোরগঞ্জ উপজেলা কমিশনার ফজলে রহমান। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোতাহার হোসেন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, বাংলাদেশ স্কাউট নীলফামারীর এ এল ডি মমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষশাহনেওয়াজ শাহ্ধসঢ়।
কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কাব ক্যাম্বরীর জন্য ৪৪ টি তাঁবু স্থাপন করা হয়েছে। রাতে তাবুতে অবস্থান করে শিক্ষার্থীরা ৫ দিনব্যাপী এ কাব ক্যাম্বরী করবে। যমুনাশ্বরী ৮ম কাব ক্যাম্বরীতে উপজেলার ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট অংশগ্রহণ করেছে। এতে প্রতি ইউনিটে একজন ইউনিট লিডার ও ছয় জন শিক্ষার্থী রয়েছে।