জেলার খবর

মাটিরাঙ্গায় ১২ জন পল্লী উদ্যোক্তা পেল এসএমই ঋন

৮৫২০এসেছে পল্লীর শুভ দিন,বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে ‘এসএমই’ ঋণ বিতরণ শুরু করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। সোমবার (৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঋন বিতরণ অনুষ্ঠানে  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) হেদায়েত উল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মো. জাকির হোসেন বাবলু ও মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল প্রমুখ বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর পাটোয়ারী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গ্রামীণ জনগণের আর্থসামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছে মন্তব্য করে বক্তারা বলেন,এ ঋণ বিতরণের ফলে পল্লী উদ্যোক্তাদের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হবে।

এছাড়াও পল্লী উদ্যোক্তা ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দরিদ্র জনগণকে আয় উৎসাহী দক্ষতা ও সামাজিক উন্নয়ন কর্মসংস্থানের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলবে বলে মনে করেন তারা।

ঋণ গ্রহিতা সালেহা বেগম জানান,করোনা কালীন পল্লী উদ্যোক্তা ঋণ আশীর্বাদ হয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলার এক অপূর্ব সুযোগ এনে দিয়েছে। এ মহতি উদ্যেগের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। এ সময় মাটিরাঙ্গার পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়নে কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা হিসেবে ১২ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে সহয শর্তে ১৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

সম্পাদনা
আবুল হাসেম

এমন আরো সংবাদ

Back to top button