প্রবাসরাজনীতি

প্রবাসী ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহবান মালয়েশিয়া বিএনপির

আহমাদুল কবিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়েছে মালয়েশিয়া বিএনপি। রোববার (২৩ নভেম্বর) কুয়ালালামপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে অনলাইনে দলের সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম অনুষ্টানে এ আহবান জানানো হয়। মালয়েশিয়া প্রবাসীদের জন্য অ্যাপসের মাধ্যমে পোস্টাল ভোটে অংশ নেওয়ার গুরুত্ব তুলে ধরে নেতারা বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ আজ সময়ের দাবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদ। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাই জাতীয় সিদ্ধান্ত গ্রহণেও তাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সকল প্রবাসী বাংলাদেশিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহবান জানান।

অনলাইনে সদস্য ফরম পূরণ ও নবায়নে সার্বিক সহযোগিতা করেন বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন। এ ছাড়াও ছাত্রদলের আদিব, আসিফ ও তাহমিদ প্রযুক্তিগত সহায়তায় ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ড. এস. এম. রহমান তনু, ড. ওয়ালী উল্লাহ জাহিদ, মো. কাজী সালাহউদ্দিন, আব্দুল আজিজ মোল্লা, আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার শাহজালাল, আনোয়ার পারভেজ, জসিম উদ্দিন, হেলাল শিকদার, আবুল বাশার, কামাল হোসেন, মো. মানিক, মনির হোসেন, ইসলাম জিয়া, মো. সেলিম, সোহেল আজাদ, জাহাঙ্গীর সরদার, এমডি সুমন, খাইরুল, আব্দুল কাদের, তালেব মোল্লা, বাবু সরকার, শাহিন আলম, রিপন, এমকে মহসিন, পলাশ তালুকদারসহ আরও অনেকে।

নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের ভোট জাতীয় রাজনীতিতে বড় প্রভাব রাখে। এজন্য সকলকে সময়মতো পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়।

এমন আরো সংবাদ

Back to top button