বিদেশ

শারম আল-শেখ সম্মেলনে গাজা ইস্যুতে ঐকমত্য, সহায়তার প্রতিশ্রুতি ইউরোপের

Afsarul Hossain
মিশরের লোহিত সাগরের উপকূলীয় শহর শারম আল-শেখে চলমান ঐতিহাসিক শান্তি সম্মেলনের সাইডলাইনে আজ অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে অংশ নেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, জর্ডানের রাজা, ফ্রান্স ও তুরস্কের রাষ্ট্রপতি, কাতারের আমির, জার্মানির চ্যান্সেলর, ইতালি, যুক্তরাজ্য ও কানাডার প্রধানমন্ত্রী এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী।
রাষ্ট্রপতির দপ্তরের মুখপাত্র জানান, বৈঠকের মূল লক্ষ্য ছিল গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন ও পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমন্বয় জোরদার করা। অংশগ্রহণকারী নেতারা গাজার মানবিক পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতির মুখপাত্র রাষ্ট্রদূত মোহাম্মদ আল-শেনাউই জানান, প্রেসিডেন্ট আল-সিসি নভেম্বর ২০২৫-এ “প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনবিষয়ক কায়রো সম্মেলন” আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শারম আল-শেখ শান্তি সম্মেলনের সৃষ্ট ইতিবাচক গতিকে কাজে লাগিয়ে এই সম্মেলন হবে গাজার পুনর্গঠনের একটি নতুন মাইলফলক।
প্রেসিডেন্ট আল-সিসি আরও বলেন, ইউরোপীয় দেশগুলোর উচিত গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোকে উৎসাহিত করা। তিনি জানান, বর্তমানে মিশর ও জর্ডান ফিলিস্তিনি পুলিশের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে, এবং এই উদ্যোগ অব্যাহত রাখতে ইউরোপীয় সহায়তা অপরিহার্য।
অংশগ্রহণকারী দেশগুলো গাজা উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পাঠানো, ধ্বংসস্তূপ অপসারণ এবং আন্তর্জাতিক সমন্বয় কাঠামো গঠনের প্রস্তাবে একমত হন। এই কাঠামোর মাধ্যমে দেশগুলো নির্দিষ্ট পদক্ষেপ চিহ্নিত করবে, যাতে যুদ্ধবিরতির পর গাজার পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। শারম আল-শেখ শান্তি সম্মেলনের এই বৈঠক আঞ্চলিক সহযোগিতা ও মানবিক সংহতির এক অনন্য উদাহরণ হিসেবে ইতিহাসে স্থান করে নেবে বলে আশা করা হচ্ছে।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker