
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কোনো তথ্য আমরা গোপন করব না বলে জানিয়েছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কুর্মিটোলা বিমানঘাঁটিতে বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এয়ার চিফ মার্শাল বলেন, ‘প্রশ্ন উঠেছে পুরনো বিমানে প্রশিক্ষণ দেয়া হয়েছে কি না। আসলে একটি বিমানের আয়ুষ্কাল ৩০ বছরের মতো। আমরা যাদের কাছ থেকে বিমান কিনি, তারাই এর পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা রাখে।’ বিমানবাহিনী প্রধান আরো বলেন, ‘বিধ্বস্ত হওয়া বিমানে কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ এ ঘটনায় আহতদের বিষয়ে তিনি বলেন, ‘আহতদের সুচিকিৎসা এখন সবচেয়ে জরুরি। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিমানবাহিনী পাশে থাকবে। আমরা তথ্য গোপন করব না। সবাই দেশের মানুষ, সবাইকে জানাতে চাই কী ঘটেছে।’
তিনি আশা প্রকাশ করে আরো বলেন, ‘সম্মিলিতভাবে কাজ করলে আহতদের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে ইনশাআল্লাহ।’ উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ভবনের ভেতরে ও আশেপাশে থাকা বহু শিক্ষার্থী আহত হন।



