জেলার খবর

শিক্ষার মানোন্নয়নে আবাদপুকুর কলেজে সূধী সমাবেশ

মো: সাহাজুল ইসলাম
রাণীনগর,নওগাঁ।নওগাঁর রাণীনগরের আবাদপুকুর কলেজে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের এডহক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান হিটলার।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক। এছাড়াও অন্যান্যদের মধ্যে প্রভাষক রফিকুল ইসলাম, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, সুদর্শণ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন মিয়া, শিয়ালা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরজাহান খানম এবং রাজাপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার রেজাউল ইসলাম তাদের মূল্যবান মতামত পেশ করেন। কলেজের দাতা সদস্য ওসমান আলী সরদার ও আবুল কালাম আজাদ এবং স্থানীয় বিএনপি নেতা মঞ্জুরুল আলম ও খলিলুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রভাষক অখিল চন্দ্র সরকার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সমাবেশে বক্তারা শিক্ষার পরিবেশ উন্নত করতে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে অভিভাবকদের দায়িত্বের ওপর জোর দেন।

সম্পাদনা
মো: সাহাজুল ইসলাম

এমন আরো সংবাদ

Back to top button