প্রবাস

লন্ডনে সমাজসেবায় সম্মাননা পেলেন শেখ ফারুক

আহমাদুল কবির:
সমাজসেবায় সম্মাননা পেলেন শেখ ফারুক আহমদ। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে, লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র মঈন কাদরী সমাজসেবা, শিক্ষা ও সম্প্রদায় উন্নয়নে অনন্য অবদানের জন্য তাকে সম্মাননা প্রদান করেন। শেখ ফারুক জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে তিনি বাংলাদেশ ও প্রবাসে মানবকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখছেন। শিক্ষাপ্রতিষ্ঠান, দরিদ্রদের সহায়তা এবং স্থানীয় উন্নয়নে তাঁর অবদান অবিস্মরণীয়।

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহাড় পাড়া ইউনিয়নের আউদত গ্রামের শেখ পরিবারের এই গর্বিত সন্তান তাঁর কাজের মাধ্যমে পুরো অঞ্চলের জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর নিষ্ঠা ও দূরদর্শিতা যুব প্রজন্মকে দেশ ও সমাজের সেবায় উদ্বুদ্ধ করছে। এই সম্মাননা তাঁকে আরও বেশি দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে। তাঁর মতো নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বরা সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তনের বীজ রোপন করেন।

এমন আরো সংবাদ

Back to top button