শিক্ষাহাইলাইটস

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছে সাত কলেজ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছে সাত কলেজ
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছে সাত কলেজ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে এই সাত কলেজের কার্যক্রম পরিচালিত হবে। আজ রোববার (১৬ মার্চ) ইউজিসিতে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ এ ঘোষণা দেন বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ইউজিসি উপপরিচালক জামাল উদ্দিন। ইউজিসির উপপরিচালক জামাল উদ্দিন বলেন, ‘এটা আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। তবে একটি বিশ্ববিদ্যালয়ের যে আইন কানুন করতে হয় তার জন্য একটু সময়তো লাগবেই। তবে নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে এটা নিশ্চিত।’

এর আগে নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম কী হবে, এ নিয়ে প্রতিনিধি দলের শিক্ষার্থীদের মধ্যে দুটি মত আসে। তাদের মধ্যে ১৭ জন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে মত দেন। তবে অন্য শিক্ষার্থীরা এই নাম চান না। তারা বলছেন, ঢাকা কলেজের পূর্ব নাম ছিল ঢাকা সেন্ট্রাল কলেজ। তারা ফেডারেল ইউনিভার্সিটি নামের পক্ষে মত দেন। পরে ইউজিসি তাদের নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলে। পরে তারা আলোচনা করে একটি নামের পক্ষে নিজেদের মত দেন।

এমন আরো সংবাদ

Back to top button