রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত হতে যাওয়া নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হলেও ২০৩১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকতে হচ্ছে। আজ রোববার এ তথ্য জানিয়েছেন ইউজিসি উপপরিচালক জামাল উদ্দিন। জামাল উদ্দিন বলেন, ইউজিসির চেয়ারম্যান স্যার আজ সকালে ৭ কলেজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ঘোষণা করেন।
কবে থেকে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, মাত্রতো নাম ঠিক হলো। এখন আইন নিয়ে কাজ করতে হবে। এরপর সংসদে এ আইন পাশ করে তবেই বিশ্ববিদ্যালয়। পুরো কার্যক্রম শুরু করতে ২০৩১ সাল পর্যন্ত সময় লাগতে পারে।
এর আগ পর্যন্ত বর্তমান শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম কি হবে জানতে চাইলে তিনি বলেন, এর জন্য ঢাবি নতুন একটি প্রশাসনিক আইনের মাধ্যমেই চলবে। এছাড়া নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমও ঢাবি পরিচালনা করবে বলে জানান তিনি।