জেলার খবর
পীরগঞ্জে একতাবন্ধন যুব ফোরামের শীতবস্ত্র বিতরণ
রংপুরের পীরগঞ্জে একতাবন্ধন যুব ফোরাম মানবিক উদ্যোগের অংশ হিসেবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ২য় ধাপে শীতবস্ত্র বিতরণ করেছে। শনিবার ১১ জানুয়ারি সকাল থেকে সংগঠনের সদস্যরা সুবিধাভোগীদের বাড়ি বাড়ি গিয়ে এই শীতবস্ত্র পৌঁছে দেন।
শীতের তীব্রতায় ভোগান্তির শিকার দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক। একতাবন্ধন যুব ফোরামের সভাপতি মেহেদী হাসান জানান, সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগে তহবিল সংগ্রহ করেছেন এবং এলাকার অসহায় মানুষের তালিকা প্রস্তুত করে তাদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন।