দেশহাইলাইটস

যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়াবিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানো পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে আলাপকালে জানান বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশ ছাড়ার আগে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি জানান, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আমাকে আবারও বলেছেন আপনি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে বলবেন যে, তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও দোয়া চাইছি যে, আল্লাহতায়ালা যেন এদেশকে, এ দেশের মানুষকে ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। দেশ যেন ভালো থাকে, গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে এফোর্ড করি।

এমন আরো সংবাদ

Back to top button