ইতিহাস করে ফেললেন তাসকিন আহমেদ। বিপিএলের ইতিহাসে যত রেকর্ড ছিল সব চুরমার করে দিয়ে সবার উপরে এখন তাসকিন আহমেদ । শুধু মাত্র বিপিএল না টি টোয়েন্টি ম্যাচের ইতিহাসে ৩য় বোলার হিসাবে নাম লিখে ফেললেন তাসকিন। বাংলাদেশের প্রথম কেউ টি টোয়েন্টি ম্যাচে একাই ৭ উইকেট নিয়ে আজ অবাক করে দিলেন সবাই কে।
বিপিএলে আজ দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে অসাধারণ এই পারফরম্যান্স উপহার দিলেন তাসকিন। তার বোলিং বিশ্লেষণ ৪ ওভার ৭ উইকেট ১৯ রান । যা সত্যিই অবাক করা রেকর্ড।
তবে বিশ্বজুড়ে টি টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে ৭ উইকেট শিকারের কীর্তি আছে আর কেবল মাত্র দু জনের। এই তো গত বছর চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নেওয়ার অবিশ্বাস্য নজির গড়েন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। ২০১৯ সালে ইংল্যান্ডের টি টোয়েন্টি ব্লাস্টে লেস্টারশায়ারের হয়ে বার্মিংহ্যাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন কলিন আকারম্যান। আর এবার ৩য় অবস্থান নিয়ে ফেললেন তাসকিন আহমেদ।