জেলার খবর

রংপুর পীরগঞ্জে মানব কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

পীরগঞ্জশীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতার্ত মানুষের দুর্ভোগও ক্রমেই বেড়ে চলেছে। এই মানবিক বিপন্নতা দূর করতে পীরগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশন প্রতিবারের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। আজ পীরগঞ্জ উপজেলার তুলারামপুর গ্রামে ২ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রা কিছুটা সহজ করা। আমাদের এই উদ্যোগে সমাজের সকলের অংশগ্রহণ কামনা করছি।

এছাড়াও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন, পীরগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ও পীরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মোঃ মোকছেদ আলী, পীরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, ইকরামুল হক,আলহাজ্ব সেকেন্দার আলী প্রমূখ।

স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরাও এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন পীরগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণ তারই একটি অংশ।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীদের মধ্যে ছিল আনন্দের ঝলক। একজন বৃদ্ধা জানান অনেক দিন ধরে শীতে কষ্ট পাচ্ছিলাম। আজ একটি কম্বল পেয়ে মনে শান্তি পেয়েছি।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতবস্ত্র বিতরণের এ কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও এই সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।

এমন আরো সংবাদ

Back to top button