জেলার খবর

নীলফামারীর কিশোরগঞ্জে সার ব্যবসায়ীদের দোকানে অভিযান

কিশোরগঞ্জ নীলফামারীনীলফামারীর কিশোরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান করেছে ভ্রাম্যমান আদালত। এসময় সার ও বীজের দাম বেশি নেয়ার অপরাধে তিন ব্যবসায়ীর ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল (১১ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ বাজার ও মাগুড়া বাজারে সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সার ও বীজের দাম বেশি নেয়ার অপরাধে কিশোরগঞ্জ বাজারের সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ী মমিনুর রহমান রাজার ১০ হাজার টাকা, আব্দুল ছামাদের ১০ হাজার টাকা এবং মাগুড়া বাজারের ব্যবসায়ী মোজাহারুল ইসমামের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী হক।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী হক জরিমানার বিষয় নিশ্চিত করে জানান সার, বীজ ও কীটনাশকের মূল্য বেশি নেয়া ও মেয়াদ উর্ত্তীণ কীটনাশক মজুদ রাখার দায়ে তিন জন ব্যবসায়ি জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এমন আরো সংবাদ

Back to top button